রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

মঙ্গলবার সারা দেশে বিএনপির গণমিছিল-বিক্ষোভ

শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।

বিকাল চারটার দিকে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সরকার আজকের গণসমাবেশে বাধা দেয়ার জন্য নানা ষড়যন্ত্র করেছে। আমাদের সাড়ে চারশোর বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে সব বাধা-বিপত্তি মোকাবিলা করে আজকের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে।’