রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

মঞ্চস্থ হতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিলের “নৈঃশব্দ্যে ’৭১”

সোমবার, মার্চ ৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: স্বাধীনতার মাসে আগামী ৯ ও ১০ মার্চ ঢাকার সেগুন বাগিস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম বারের মত পূর্ণাঙ্গভাবে মঞ্চস্থ হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “নৈঃশব্দ্যে ’৭১”। বাংলাদেশের আটটি বিভাগীয় শহরের ১৫ জন প্রতিবন্ধী শিল্পীর অংশগ্রহণে হতে যাওয়া এ নাটকের মঞ্চায়ন করছে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার।

নৈঃশব্দ্যে ’৭১ একটা সংলাপবিহীন নাটক, যেখানে অভিনয়ের বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণের মাধ্যমে এ শিল্পীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করবেন। যুদ্ধের পূর্বের সময়, কীভাবে যুদ্ধ শুরু হল ও যুদ্ধের পরিণতির গল্প তুলে ধরার মাধ্যমে এ নাটকে বাংলাদেশের জন্ম ইতিহাস মঞ্চায়িত হবে। নাটকটির টিকেট সংগ্রহ করা যাবে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের ফেসবুক পেইজ থেকে।

নাটকটি নির্দেশনায় আছেন গ্লাসগো-ভিত্তিক খ্যাতিমান মঞ্চ নাটক নির্মাতা রমেশ মেয়্যাপ্পান। বাক ও শ্রবণপ্রতিবন্ধী এ নাট্যনির্মাতা একইসাথে ভিজ্যুয়াল ও ফিজিক্যাল থিয়েটার স্টাইল সামঞ্জস্য করার মাধ্যমে ব্যতিক্রমী পারফরমেন্স উপস্থাপন করে চলেছেন।

রমেশ মেয়্যাপ্পান বলেন, ‘আমাকে যখন ইশারা ভাষায় বাংলাদেশের নামের তাৎপর্য ব্যাখ্যা করা হয়, তখন আমি এ দেশের ইতিহাসের পেছনের আবেগ বুঝতে সক্ষম হয়েছি। কষ্ট ও বেদনার অসাধারণ অভিব্যক্তির মাধ্যমে এ ইতিহাস তুলে ধরতে এ দুঃসাহসী দলটি যে আগ্রহ দেখিয়েছে, তা সত্যিই অতুলনীয়। এ মানুষগুলোর মনের কথা সবার সামনে প্রকাশের সুযোগ তৈরির মাধ্যমে সর্বস্তরের মানুষের কথা শোনা ও বোঝার প্রচেষ্টাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের নাটকটি দেখতে সকলকে আমন্ত্রণ জানাই।’

নৈঃশব্দ্যে ’৭১ ব্রিটিশ কাউন্সিলের ডেয়ার (ডিজঅ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রকল্পের একটি আয়োজন। ঢাকা থিয়েটারের সাথে অংশীদারিত্বে ২০১৯ সালে ডেয়ার চালু হয়। এরপর থেকে এটি দেশের আটটি বিভাগীয় শহরে চার ধরণের প্রতিবন্ধী শিল্পী ও থিয়েটার শিল্পীদের সাথে কাজ করছে। ডেয়ার প্রকল্পের লক্ষ্য দেশের ডিজঅ্যাবিলিটি ও শিল্পকলা খাতের মধ্যে সেতু বন্ধন ও আস্থার জায়গা তৈরি করা। এ প্রকল্পের অধীনে ডিজঅ্যাবিলিটি থিয়েটার নিয়ে কীভাবে কাজ করা যায় এবং সে সম্পর্কে আরো ভাল ধারণা পেতে প্রতিবন্ধী শিল্পীরা এবং স্থানীয় নাট্য সংগঠনের শিল্পীরা একসাথে কাজ করছে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০তম বর্ষ পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এ নাটকটি নির্মিত হয়। এর আগে ২০২১ ও ২০২২ সালে নাটকটির দুইটা পরীক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছিল।