বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মর্টগেজ প্রতিষ্ঠান ‘মেডোব্রুক’র ব্রাঞ্চ ম্যানেজার আকিবের উদ্যোগে ইফতার মাহফিল

শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ফাইনান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স প্রতিষ্ঠান ‘মেডোব্রুক’র ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসেনের উদ্যোগে সম্প্রীতির উষ্ণতায় অনুষ্ঠিত হয়েছে ইফতার পার্টি। গেল ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সের সিরাজী পার্টি হলে ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ব্যাংকার্স, মর্টগেজ ব্রোকার, রিয়েল এস্টেট এজেন্ট, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকসহ প্রবাসীরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আকিব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডোব্রুক ফাইন্যানশিয়াল করপোরেশনের লোন প্রোডাকশন কো-অর্ডিনেটর মোজেজা মোনালিসা ও তরুণ এন্টারপ্রিনিয়র নাহিয়ান রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘মেডোব্রুক’র ভাইস প্রেসিডেন্ট পিজে গিলবার্ড। তিনি বাড়ি কেনার ক্ষেত্রে বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন। বিশেষ করে মর্টগেজ সংক্রান্ত যাবতীয় ব্যাপারে ‘মেডোব্রুক’র সহযোগীতা গ্রহণের আহবান জানান গিলবার্ড।

আরো বক্তব্য দেন অ্যাটর্নি হাসান মালিক।

আকিব হোসেন বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস।’

তিনি ইফতার পার্টিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনের ব্যাপক উপস্থিতির জন্যে ধন্যবাদ জানান।

ইফতারের আগে পৃথিবীর সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব আহমেদ।

অনুষ্ঠানের সহ হোস্ট ছিলেন মালিক ল’ ফার্মের কর্ণধার ও অ্যাটর্নি হাসান মালিক।