সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

মাঙ্কিপক্সের প্রস্তুতি সম্পর্কে জানতে শাহজালাল বিমানবন্দরে বেবিচকের চেয়ারম্যান

সোমবার, আগস্ট ১৯, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: মাঙ্কিপক্স রোধের প্রস্তুতি সম্পর্কে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় বেবিচকের চেয়ারম্যান মাঙ্কিপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি নেয়ার ওপর জোর দেন।

তিনি রোববার (১৮ আগস্ট) বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থানগুলো পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সাথে আলোচনা ও যাত্রীদের সুরক্ষার জন্য নেয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন।

বেবিচকের চেয়ারম্যান বর্তমানে গৃহিত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সকলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে এ সংক্রামক রোধ করব।’

তবে, এক্ষেত্রে তিনি যাত্রীদের সহযোগিতা কামনা করেন। এরপর তিনি সব স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

এছাড়া, তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুরক্ষা সামগ্রী গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।