শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

মানবিক কার্যক্রমে এখনো সক্রিয় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাই

সোমবার, জুলাই ২৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাইয়ের আয়োজনে ৯০ পূর্ববতী ও পরবর্তী বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে রেড ক্রিসেন্টের মাধ্যমে চট্টগ্রামের মানুষের বিভিন্ন সময়ে মানব সেবায় নিয়োজিত সিনিয়র যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের অংশগ্রহণে শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাইয়ের নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমক কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

নতুন সদস্যদের পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ্যালমনাইয়ের পরবর্তী কার্যক্রম নিয়ে সকলের সাথে মত বিনিময় করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাইয়ের সভাপতি গোলাম বাকী মাসুদ। এ্যালমনাইের সেক্রেটারী সাইফুল কাদের বিদ্যুৎ সংগঠনের কার্যক্রম সর্ম্পকে নতুন সদস্যদের অবহিতকরণ, বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে স্থিরচিত্র প্রদর্শন ও এ্যালমনাই নিয়ে নতুন সদস্যদের ধারণা দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারকে সম্মাননা স্মারক এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাইয়ের কার্যকরী সদস্য শাহরিয়ার মোর্শেদকে বিদেশগমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়।

গোলাম বাকী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মঈনুল ইসলাম সোহেল, ডাক্তার ফারহামাজ মাবুদ, অর্থ সম্পাদক নিজাম উল আলম, সহ অর্থ সম্পাদক বিশ্বজিৎ রায়, কার্যকরী পর্ষদ সদস্য মো. মাহবুব আলম, অনিমা বড়ুয়া, কাজী তৌফিকুল আজম, জিয়াউল কবির সোহেল, বখতিয়ার হোসেন জনি, সৈয়দ শাহরিয়ার হোসপে, পার্থ প্রতিম বিশ্বাস, শাহরিয়ার মোর্শেদ, অনুষ্ঠানের আহবায়ক মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, য্গ্নু আহবায়ক রাজীব দে, মনজুরুল ইসলাম রায়হান, আর্সেল আজিম মোহন।

অনুষ্ঠানে সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরা হয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা, সংগঠনের সদস্যদের প্রতীকি সদস্য সনদ প্রদান, রেড ক্রিসেন্ট সাথে জড়িত স্মৃতিচারণ করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এ্যালমনাই সদস্যরা।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল আর্কষনীয় র‍্যাফেল ড্র, আড্ডা।