ঢাকা, দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘বিনা ভোটের মিডনাইট সরকার জনতার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোন মায়া-মমতা ও দায়বোধ নেই। নিত্য পণ্যের বাজার আজ বেসমাল। বেসামাল বাজারব্যবস্থায় মানুষ আজ দিশেহারা। একটি ডিমের মূল্য ১৫ টাকা এটি কি কল্পনা করা যায়?’
শনিবার (১২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখার উদ্যোগে তারবিয়াতি সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় ইমতিয়াজ আলম আরো বলেন, ‘সরকার ক্ষমতায় কিভাবে টিকে থাকবে শুধু সেই চিন্তাই করছে, জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ না করে তা অসাধু সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজন কি?’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোন সামঞ্জস্য নেই। মানুষ মাছ কিনলে তরকারি কিনতে পারছে না। আবার তরকারি কিনলে মাছ কেনার ক্ষমতা থাকে না।’
ইমতিয়াজ আলম দ্রুত বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের ধৈর্যের সীমা অতিক্রম হলে সব দায়ভার সরকারকেই নিতে হবে।’
শাখা সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল আহাদ।