রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত আট, আহত সাত; অনেকে নিখোঁজ 

শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপির।

টুইটে বার্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, কুয়ালালামপুরের একেবারে উপকণ্ঠে ও পার্বত্য এক ক্যাসিনো রিসোর্টের কাছের বাতাং কলি শহরের অদূরে এ ভূমিধসে সাতজন আহত হয়েছে।

খবরে বলা হয়, ‘প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচন্ড বৃষ্টিপাত হতে দেখা যায়।’

এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

গত মার্চে কুয়ালালামপুরের একটি শহরতলীতে বড় ধরনের ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় তারা প্রাণ হারায়।

১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ভেঙ্গে পড়ায় ৪৮ জন নিহত হয়।