রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মায়ের ভরণপোষণ না দেয়ায় ঝিনাইদহে স্ত্রীসহ ছেলে গ্রেফতার

বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঝিনাইদহ: ঝিনািইদহ জেলায় মায়ের ভরণপোষণ না দেয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল শহরের ব্যাপারীপাড়ার শহিদুল ইসলামের ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুন। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দীর্ঘ দিন ধরে দেয় না। কিছু বললে নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার (২৬ অক্টোবর) থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠান।