মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মিথিলার সাথে দূরত্ব! ঋতাভরীর সাথে ছবি যা বললেন সৃজিত

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫

প্রিন্ট করুন

পশ্চিমবঙ্গ, ভারত: কলকতা তথা টালিউড ইন্ডাস্ট্রির খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জী। প্রায় চার বছর আগে ভালবেসে এপার বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তিনি। তারপর একমাত্র মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় থিতু হন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। এখন খুব একটা নির্মাতার সঙ্গে দেখা যায় না তাকে।

এখন এক ছাদের নিচে থাকেন কিনা সৃজিত-মিথিলা, এ নিয়েও নানা চর্চা রয়েছে। এমনকি তাদের দাম্পত্য নিয়েও নানা গুঞ্জন দেখা যায়। শোনা যায় বিচ্ছেদ চর্চাও। আর এসবই শুধু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তারা। কিন্তু এবার সৃজিতের সাম্প্রতিক এক পোস্ট ইঙ্গিত দিল ভিন্ন কিছুর।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, টালিউডের অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘জমা-খরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো।’

এদিকে, এক সময় অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সৃজিতের। যা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। আবার ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও নির্মাতার উপস্থিতি ছিল উজ্জ্বল। দুইজনের কেক খাওয়ানো থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা, কিছুই বাদ যায়নি।

এ অবস্থায় হঠাৎ ঋতাভরীর সঙ্গে সৃজিতের সেলফি এবং এমন ক্যাপশন ফের রহস্যের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, ‘এসবের কারণেই নাকি মিথিলার সঙ্গে দূরত্ব বেড়েছে।’

তবে ঠিক কেন বা কোন কারণে ঋতাভরীর সঙ্গে সৃজিতের সেলফি এবং মিথিলার সঙ্গে সত্যিই দূরত্ব হয়েছে কিনা- এ নিয়ে এবার তাদের কারোরই মন্তব্য দেখা যায়নি।