মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

মিয়ানমার সীমান্তে অস্থিরতা/অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৪

প্রিন্ট করুন

কক্সবাজার: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা অংশে মিয়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করায় নিরাপত্তার কারণে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে ব্যাপারটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সেন্টমার্টিনে নৌপথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।’

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘নিরাপত্তা কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত সব জাহাজ চলাচল করবে।’

তিনি আরো বলেন, ‘টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।’