সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মিশা সওদাগরের ওপর ক্ষোভ ঝাড়লেন বর্ষা-অনন্ত

রবিবার, আগস্ট ১৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের ওপর চটেছেন নায়ক অনন্ত জলিল। চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখার কোন ক্ষমতা মিশা সওদাগরের নেই বলে মন্তব্য করেছেন এ নায়ক।

শনিবার (১৩ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠানে গণ মাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন অনন্ত জলিল।

তিনি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে মিশা সওদাগর কিছুই করেন নি। তার কোন ক্ষমতাই নেই। সে সামান্য একজন আর্টিস্ট। বাংলাদেশের চলচ্চিত্র আমি প্রথম ডিজিটালাইড করেছি। সে বরং চলচ্চিত্র যোদ্ধাদের এফডিসি থেকে বের করে দিয়েছে।’

তিনি বলেন, ‘মিশাকে দিয়ে সিনেমার উন্নতি কোনভাবে সম্ভব না। উনি কোন ক্রিয়েটিভ ব্যক্তিও না।’

অনন্ত জলিলের স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেন, ‘আমাদের পরবর্তী সিনেমাতে মিশা সওদাগরকে না নেয়ায় ক্ষোভ থেকে তিনি বাজে মন্তব্য করছেন।’

এর আগে ‘দিন: দ্য ডে’ চলচ্চিত্র নিয়ে মিশা সওদাগর বলেছিলেন, ‘এ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোন লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। এ ছাড়া এ সিনেমায় প্রফেশনাল কোন শিল্পী নেই। উনারা সাধারণত শৌখিন শিল্পী। এ সিনেমা দিয়ে আমার ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নেই।’