মিশিগান: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানেই ছিল বৈশাখী সাজ। সবাই রং বেরংয়ের কাপড় পরে অংশ নিয়েছেন অনুষ্ঠানে। বিশেষ করে এখানে বেড়ে ওঠা শিশু কিশোরদের ছিল স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মিশিগানের বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেছে এ উৎসব।
দুর্গা মন্দির: শনিবার (১৯ এপ্রিল) ডেট্রয়েটের দুর্গা মন্দির নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরটি সেজে ছিল বৈশাখী সাজে। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, প্রসাদ বিতরণ। মধ্যাহ্নভোজে ছিল রকমারি তরকারি, ব্যঞ্জন, দই ও পায়েসসহ বিভিন্ন ধরনের মিষ্টি। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল কবিতা আবৃত্তি, শিশু-কিশোরদের গান, নৃত্য, স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য। ছোট ছোট শিশুদের নিয়ে ছিল একটি বিশেষ পরিবেশনা। বৈশাখী মেলায় ছিল রকমারি স্টল। দর্শক শ্রোতাদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সবাইকে দিয়েছে আনন্দ ও বিনোদন। অনুষ্ঠান পরিচালনা করেন পার্থ দেব। তার সাথে ছিলেন নিপেশ সুত্রধর। বাংলাদেশ থেকে আসা অতিথি শিল্পী মৌসুমী দেব রায় গান করেন। এছাড়াও ছিল হারান সেন, সঞ্জয় দেব ও অংকুর দেব অভিনীত রম্য নাটক ‘হাড় কিপ্টে’। পার্থ দেব রচিত ও নির্দেশিত ‘কেনে বিয়া করলাম’ রম্য নাটিকায় অভিনয় করেন শ্রাবনী দাশ ও তৃষিতা দে।
বেঙ্গলি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান : মিশিগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সংগঠনটি গত ১২ এপ্রিল ট্রয় সিটির একটি হলে নববর্ষ উদযাপন করে বৈশাখী মেলার মাধ্যমে। এতে ছিল নৃত্য, গান, রাফেল ড্রসহ বিভিন্ন স্বাদের রকমারি খাবারের স্টল। ছাত্রছাত্রীরা ছাড়াও মেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছে। প্রবাসের নগর ব্যস্ততায় এ মেলার মাধ্যমে কিছু সময়ের জন্য হলেও বাংলা মায়ের কোলে ফেরা, শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়া। ছাত্রছাত্রীদের এ উদ্যোগ সর্ব মহলে প্রশংশিত হয়েছে।
শিব মন্দির : রোববার (২০ এপ্রিল) ওয়ারেন সিটির শিব মন্দিরে নববর্ষ পালিত হয়েছে। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। মন্দিরের সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করেন। শিশু-কিশোরসহ সবাই রং বেরংয়ের কাপড় পরে শোভাযাত্রায় অংশ নেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল সঙ্গীত, ছোটদের গান, নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্য, গান। শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, দেশাত্নবোধক ও লোকগীতি পরিবেশন করেন।
কালী বাড়ি : ১৩ এপ্রিল ওয়ারেন সিটির কালী মন্দিরে নববর্ষ উদযাপন করা হয়। গণেশ পূজার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা।