সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মুক্তি পেল বার্মার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রোহিঙ্গা’

শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বার্মার বাস্তুচ্যুত নাগরিকদের ওপর বর্বোরচিত নির্যাতনের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রোহিঙ্গা’ দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে। মায়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাহনুভবতায় জীবন বাঁচাতে ছুটে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানসহ রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়। এ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে।

ঢাকার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ার, কেরানীগঞ্জের লায়ন, মতিঝিলে মধুমিতা, ঢাকার চিত্রামহল (শীততাপ নিয়ন্ত্রিত), সাভারের শ্রীপুরে চন্দ্রিমা, চট্টগ্রামের সিলভারস্কীন, সিনেমা প্যালেস, খুলনার শঙ্খ ও চিত্রালীসহ দেশের বেশ কিছু সিনেমা হলে শুক্রবার (২১ অক্টোবর) এটি একযোগে মুক্তি পেয়েছে।

চলচ্চিত্রটি গত বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু।

এ চলচ্চিত্রে সবার নজর কেড়েছেন অভিনেতা এনামুল হক। তিনি বার্মার সেনাবাহিনীর মেজর অং সান থুরার চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে বার্মার মেজরের ভূমিকায় এনামুল হকের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছেন। এনামুল হক এর আগে জিল্লুর রহমানের ‘ঈমানদার মাস্তান’, ‘স্বপ্নের ভালোবাসা’, মনোয়ার খোকনের ‘ক্ষত বিক্ষত’, ‘প্রেম সংঘাত’, শাহিন সুমনের ‘খালাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ উপলক্ষে সম্প্রতি ঢাকার এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।