রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ক্যাথি হোকুল ও লি জালদিন

বুধবার, অক্টোবর ২৬, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রেরা নিউইয়র্ক রাজ্যের গভর্নর নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে মুখোমুখি নির্বাচনী বিতর্কে অংশ নিতে যাচ্ছেন রাজ্যের গভর্নর নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট ক্যাথি হোকুল ও রিপাবলিকান লি জালদিন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাতটায় বিতর্কটি বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত হবে।

কুনিপিয়াক ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জালদিনের চেয়ে মাত্র চার পয়েন্টে এগিয়ে আছেন হোকুল।

প্রসঙ্গত, গত ২৮ জুন রাজ্যের প্রাইমারি নির্বাচনে স্ব স্ব দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন হোকুল ও জালদিন।

রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত লী জালদীন ২০১৫ সাল থেকে রাজ্যের সাফক কাউন্টি থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন। অন্য দিকে, সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন ক্যালেংকারির অভিযোগে পদত্যাগ করলে গভর্নরের দায়িত্ব নেন ক্যাথি হোকুল।