শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

মেইন রাজ্যে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আদালতে ট্রাম্পের আবেদন

বুধবার, জানুয়ারী ৩, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

মেইন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে অযোগ্য ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

গেল ২৮ ডিসেম্বর মেইন অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এক রুলে মেইনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার ঘটনায় মেইন অঙ্গরাজ্যের বিচার বিভাগ এ রায় দেয়।

এতে করে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাইমারি ভোটে মেইন অঙ্গরাজ্যে অংশ নিতে পারবেন না ট্রাম্প। এ রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (২ জানুয়ারি) অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টে আপিল করেন ট্রাম্পের আইনজীবী।

এ সময় একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অধিকার কারো নেই বলেও উল্লেখ করা হয়। একইসাথে ট্রাম্পের বিরুদ্ধে এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী।

২০২৪ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নানা জরিপে, সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম। আর তার ধারের কাছেও নেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অনেকেরই ধারণা নির্বাচনে অংশ নিতে পারলেই পরবর্তী হাসিটা ট্রাম্পেরই।

তবে, জনমত জরিপে এগিয়ে থাকলেও আইনি জালে বার বার হোঁচট খেতে হচ্ছে ট্রাম্পকে। আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লক্ষ্যবস্তু করে ট্রাম্পকে আইনি মারপ্যাচে ক্ষমতাশীন দল ফেলছেন বলে মত বিশ্লেষকদের।