শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

মেক্সিকোতে বন্দুকধারীরা প্রাণ নিল ১৮ জনের

বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২

প্রিন্ট করুন

টোটোলাপান, মেক্সিকো: মেক্সিকোর দক্ষিণাঞ্চলের টোটোলাপান শহরে বন্দুকযুদ্ধে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে শহরের মেয়রও রয়েছেন। খবর বিবিসির।

গুয়েরেরো রাজ্যের টোটোলাপানে বুধবার (৫ অক্টোবর) এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছে।

পুলিশ বলছে, ‘স্যান মিগেল টোটোলাপান নামের ওই শহরে স্থানীয় সময় দুপুর দুইটায় ওই বন্দুকধারী হামলা চালায়। লস টেকুইলেরস নামে একটি গ্রুপকে এ হামলায় অভিযুক্ত করা হয়েছে।’

এ হামলায় টোটোলাপানের মেয়র মেনদোজা আলমেদার বাবা সাবেক মেয়র জুয়ান মেনদোজা অকোস্টাও নিহত হয়েছেন। একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছেন মেয়র মেনদোজা আলমেদার দল পিআরডি।

এ দিকে, হামলার পর দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।’

জানা যায়, হামলার আগে ওই শহরে যাওয়ার রাস্তা বড় গাড়ি দিয়ে আটকে দেয়া হয় যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যেতে না পারেন। এ ঘটনায় গুয়েরেরোর প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাডো পিনেদা টুইট বার্তায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।