শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

মেমফিসে ব্লক পার্টিতে বন্ধকধারীর গুলিতে দুইজনের মৃত্যু, আহত ছয়

রবিবার, এপ্রিল ২১, ২০২৪

প্রিন্ট করুন

মেমফিস, টেনেসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস সিটিতে ব্লক পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। শনিবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটে। সংবাদ এএফপির।

মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে।

এর পূর্বে, এক্সে দেয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০-৩০০ জন লোক অংশ নিয়েছিল।

যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে, দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দেশটিতে ২০২৩-এ ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।