সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

‘যত দিন রাশিয়া করবে’ তত দিন যুক্তরাষ্ট্র পরমাণু ওয়্যারহেড বজায় রাখবে

শনিবার, জুন ৩, ২০২৩

প্রিন্ট করুন
জ্যাক সুলিভান

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘বর্তমানে একেবারে প্রায় অকেজো হয়ে পড়া স্নায়ুযুদ্ধ চুক্তির আওতায় যত দিন রাশিয়া করবে, তত দিন যুক্তরাষ্ট্র পরমাণু ওয়্যারহেডের সীমা বজায় রাখতে এবং মস্কো ও বেইজিংয়ের সাথে নতুন বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।’ শুক্রবার(২ জুন) তিনি এ কথা বলেন। খবর এএফপির।

নিউ স্টার্ট চুক্তিতে ওয়্যারহেড সীমা উল্লেখ করে জ্যাক সুলিভান বলেন, ‘এটি ‘যত দিন রাশিয়া করবে’ তত দিন আমরা তা বজায় রাখতে প্রস্তুত রয়েছি।’

নিউ স্টার্ট চুক্তি ফের সচল করতে একটি নতুন চুক্তিতে চুক্তিবদ্ধ হতে রাশিয়র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ‘আমরা কোন পূর্বশর্ত ছাড়াই চীনকে সম্পৃক্ত করতে প্রস্তুত রয়েছি।’

২০২৬ সালে এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।