মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়

শুক্রবার, জুলাই ৫, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাজ্য: অবশেষে বুথফেরত জরিপই সত্য হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিরোধী লেবার পার্টি। বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) বিকাল চারটা পর্যন্ত ৪১২টি আসনে জয় পেয়েছে দলটি। অপর দিকে, ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। তারা পেয়েছে মাত্র ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন। সংবাদ আল জাজিরা, বিবিসির।

লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হল।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এতে খুবই আনন্দিত।’

অপর দিকে, হতাশাজনক এ ফলাফলের পরই হার স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এ ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন। একইসঙ্গে বহু কিছু শেখার আছে বলেও মন্তব্য করেছেন ঋষি সুনাক।

তিনি বলেন, ‘ব্রিটিশ জনগণ আজ রাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এখান থেকে বহু কিছু শেখার আছে। আমি এ পরাজয়ের দায় নিজ কাঁধে তুলে নিচ্ছি।’

সুনাক আরো বলেন, ‘আজ সব পক্ষের শুভেচ্ছাসহ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। এটি এমন কিছু যা আমাদের দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যতের প্রতি আমাদের সবাইকে আস্থা এনে দেবে।’

তিনি বলেন, ‘নিজেদের অক্লান্ত প্রচেষ্টা, স্থানীয় রেকর্ড ভাল থাকা সত্ত্বেও বহু ভালে, কঠোর পরিশ্রমী কনজারভেটিভ প্রার্থীদের যারা আজ পরাজিত হয়েছেন, তাদের কাছে আমি দুঃখিত।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাতটা থেকে সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথম বারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলে রাত দশটা পর্যন্ত। এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। তার মধ্যে ৩৫টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়। রেকর্ড ভেঙে এবার চার হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একেকটি আসনে গড়ে সাতজন করে প্রার্থী। ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৪৫৯ জন।