মেক্সিকো সিটি, মেক্সিকো: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। মেক্সিকান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদন প্রকাশের পর ওব্রাডর এ মন্তব্য করেন। রয়টার্সের।
সংবাদ সম্মেলনে লোপেজ ওব্রাডর বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মিথ্যা বলছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীনরা নিজেদের পুরো পৃথিবীর সরকার মনে করে। এটি (প্রতিবেদন) নিয়ে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র ঠিক এমনই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনটি সত্য নয়, তারা মিথ্যাবাদী।’
এর আগে সোমবার (২০ মার্চ) প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেক্সিকোতে পুলিশ, সামরিক ও অন্য কর্মকর্তাদের মাধ্যমে বেআইনি বা নির্বিচারে হত্যার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।’ এ ছাড়া, সরকারি এজেন্টদের দিয়ে জোরপূর্বক গুম ও এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন ও অমানবিক আচরণ করার বিষয়ও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এ দিকে, ওব্রাডরের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি জানান, প্রতিবেদনে যা এসেছে, তা সবটুকুই সত্য। মেক্সিকান পুলিশ, সামরিক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দুর্নীতি ও বেআইনি নির্বিচারে হত্যার গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনা এখানে উঠে এসেছে। সে কারণেই প্রতিবেদনে তাদের বিষয়টি উঠে এসেছে।