সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসাথী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (এফিবিসিসিআই) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেছেন।

এফবিসিসিইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বাণিজ্যিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলটি সেখানে অনুষ্ঠেয় বিভিন্ন সভায় যোগ দেবে।

প্রতিনিধি দলটি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবে। শেখ হাসিনা এ সভায় উপস্থিত থাকবেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলাতে অংশ নেবে।