শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের এক দশমিক সাত ট্রিলিয়ন ডলারের ব্যয় বিলে সই বাইডেনের

শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

সেন্ট ক্রয়েক্স, ইউএস ভার্জিন আইল্যান্ডস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ব্যয়ের একটি বিলে সই করেছেন। আগামী অর্থ বছরজুড়ে এ তহবিল থেকে মার্কিন সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের অর্থের যোগান দেয়া হবে। বিশেষকরে এ তহবিলে ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টার জন্য আরেকটি বড় প্যাকেজ অন্তর্ভূক্ত রয়েছে। খবর এএফপির।

এ বিলে নিজের সই করার একটি ছবি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রয়েক্সে নব বর্ষের ছুটিতে থাকা বাইডেন টুইট করেছেন।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘এ তহবিল থেকে চিকিৎসা গবেষণা, নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, দুর্যোগ ও নরীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলার কর্মসূচির জন্য অর্থায়ন করা হবে। এ তহবিল থেকে ইউক্রেনকে বড় ধরনের সহায়তা করা হবে।’

সমানভাবে বিভক্ত কংগ্রেসে রিপাবলিকান সমর্থনে বিলটি পাস হয় ও এর মাধ্যমে বাইডেন তার দ্বিতীয় বছরের অফিস শেষ করার সময় আরেকটি আইনসভা জয়ের লক্ষ্য অর্জন করলেন।

এ তহবিলে ইউক্রেনের জন্য জরুরি সামরিক ও অর্থনৈতিক সহায়তার জন্য ৪৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সহায়তায় কিয়েভ রাশিয়ার ব্যাপক আগ্রাসন মোকাবেলা করে চলেছে। এ ক্ষেত্রে মার্কিন সাহায্য বাড়ানোর আবেদন জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মাসের শুরুর দিকে ওয়াশিংটন সফর করেছেন।