শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ফের বন্দুক হামলা, প্রাণ গেল দুইজনের

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

কেন্টাকি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। খবর নিউইয়র্ক টাইমসের।

পুলিশ জানিয়েছে, শনিবার (১৫ এপ্রিল) রাতে লুইসভিলের একটি পার্কে এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হামলা কে চালিয়েছে ও তার উদ্দেশ্য কি- এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

হামলার সময় পার্কে শত শত মানুষ উপস্থিত ছিল বলে পুলিশ জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলির ঘটনা বেড়েই চলেছে। এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বাঞ্চলে বন্দুক হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এছাড়া, সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে কেন্টাকির লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকের প্রথম তলার কনফারেন্স রুমে বন্দুকধারী গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।