বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলাকে ‘পাগলামি’ বললেন ট্রাম্প

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা করায় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যা ঘটছে, তা পাগলামি।’ সংবাদ রয়টার্সের।

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়।

ট্রাম্প বলেন, ‘যা ঘটছে, তা পাগলামি। এটা পাগলামি। রাশিয়ার কয়েক শত মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে আমার তীব্র আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি আর তা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছি। এটা করতে দেয়া উচিত না।’

ট্রাম্পের এই মন্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তার আমলে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার জন্য ইউক্রেনকে অনুমতি দেন। এটি ছিল কিয়েভকে সহায়তায় বাইডেনের সর্বশেষ চেষ্টা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন ওই সিদ্ধান্ত নেন।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন, ‘তিনি দ্রুত এ যুদ্ধের অবসান চান।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে চাননি তিনি।

টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, ‘সাহায্য করার জন্য তার ‘দারুণ একটি পরিকল্পনা আছে’।

কিন্তু, তিনি যদি এখনই সেটি বলে দেন, তবে তাহলে ‘সে পরিকল্পনা প্রায় প্রায় অর্থহীন হয়ে যাবে।’