ওয়াশিংটন: ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস রে। খবর ডেইলি মেইলের।
এফবিআই পরিচালক বলেন, ‘টিকটকের নিয়ন্ত্রণ চীনা সরকারের হাতে। তারা আমাদের মূল্যবোধ ধারণ করে না। এ অ্যাপ দিয়ে চীন মার্কিনিদের প্রভাবিত করতে পারে।’
জাতীয় উদ্বেগের কথা তুলে ধরে ক্রিস রে বলেন, ‘টিকটকের মাধ্যমে চীনারা তাদের ইচ্ছামত এলগরিদম তৈরি করে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করতে পারে। চীন এটি ‘ইনফ্লুয়েন্স অপারেশনের’ প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়।’
তিনি বলেন, ‘টিকটক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে চীন তাদের গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করতে পারে।’
শুক্রবার (২ ডিসেম্বর) মিশিগান বিশ্ববিদ্যালয়ের জেরাল্ড আর ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির এক অনুষ্ঠানে এফবিআই পরিচালক বলেন, ‘এসব জিনিস এমন একটি সরকারের হাতে রয়েছে, যারা আমাদের মূল্যবোধকে ধারণ করে না। আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হল, তাদের একটি আকাঙ্ক্ষা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে বিরোধপূর্ণ।’
টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের আতঙ্ক অনেক পুরনো। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন ‘কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্যা ইউনাইটেড স্টেটস’ প্রথম আশঙ্কা প্রকাশ করে যে, বাইটডান্স টিকটক ব্যবহারকারীদের তথ্য চীনের কমিউনিস্ট পার্টির কাছে হস্তান্তর করছে। এ নিয়ে সে সময় থেকেই টিকটকের সাথে নিয়মিত আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের।