সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডোর সতর্কতা

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস এ কথা জানিয়েছে। একইসাথে সংস্থাটি ভয়ংকর টনের্ডার বিষয়ে সতর্ক করেছে।

আবহওয়া সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিম্ন থেকে মধ্য মিসিসিপি উপত্যকা, মধ্য-দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের কিছু অংশে ভয়াবহ বজ্রঝড় শক্তিশালী টনের্ডো ও বড় বড় শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাস আনছে।’

এতে আরো বলা হয়, ‘টর্নেডো সতকর্তা বজায় রয়েছে। বিশেষ করে মধ্য মিসিসিপি, উত্তরপূর্ব লুজিয়ানা ও  দক্ষিণ-পশ্চিম আরকানসাসে শক্তিশালী টনের্ডো বয়ে যেতে পারে।’

এ দিকে, মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ‘পূর্ব টেক্সাস ও টেনেসিতেও ভয়াবহ বজ্রঝড় বয়ে গেছে।’