বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নির্বাচন/ব্রিটিশ লেবার পার্টির বিরুদ্ধে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ অভিযোগ ট্রাম্প শিবিরের

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের লেবার পার্টির বিরুদ্ধে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। লেবার পার্টির বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারে সহায়তা করছেন, অভিযোগ তাদের। সংবাদ রয়টার্সের।

এ ব্যাপারে ট্রাম্পের প্রচারণা শিবির ওয়াশিংটনের ফেডারেল নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়া পুরো ব্যাপারটি খতিয়ে দেখতে তদন্তেরও আহ্বান জানিয়েছেন তারা।

লেবার পার্টির স্বেচ্ছাসেবকরা যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে ছিলেন এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেছেন। লেবার পার্টির কর্মীরা সাধারণত ডেমোক্র্যাটদের সমর্থন করে এবং কনজারভেটিভরা রিপাবলিকানদের সমর্থন করে।

এ দিকে, ব্রিটিশ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্রিটিশ নির্বাচনে তাদের ভূমিধস বিজয় উপলক্ষে জুলাই মাসে কয়েকজন সিনিয়র শ্রম উপদেষ্টা ডেমোক্র্যাট কৌশলবিদদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে সময় লেবার পার্টি কীভাবে এ সাফল্য অর্জন করল, এটি তাদের আলোচনার বিষয় ছিল বলেও জানানো হয়।

রিপাবলিকানদের এ অভিযোগ সত্ত্বেও ট্রাম্পের সাথে সম্পর্কের কোন ক্ষতি হবে না বলে জানান লেবার নেতা স্টারমার। এমনকি ট্রাম্প যদি ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হন তাহলেও না।

স্টারমার আরো জানান, লেবার সমর্থকরা তাদের নির্বাচনের সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে।

ট্রাম্প, যিনি ব্রিটেনের ডানপন্থী রাজনীতিবিদ নাইজেল ফারাজের ঘনিষ্ঠ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে যার ভাল সম্পর্ক ছিল, সেপ্টেম্বরে ট্রাম্প টাওয়ারে দুইজনের দেখা হলে স্টারমারের প্রশংসা করেছিলেন ট্রাম্প।