শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ও কমলা ছাড়া আরও প্রার্থী যারা

শনিবার, নভেম্বর ২, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আর মাত্র দুই দিন। এরপরই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনের দিকে চোখ পুরো পৃথিবীর। এবারের নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। সংবাদ নিউ ইয়র্ক পোস্টের।

বরাবরের মত এবারও যুক্তরাষ্ট্রের বড় এ দুই দলের প্রার্থীকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তবে, এ দুইজনের বাইরেও আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। চলুন, জেনে নেয়া যাক তাদের সম্পর্কে।

কর্নেল ওয়েস্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৭১ বছর বয়সি খ্যাতনামা অধ্যাপক কর্নেল ওয়েস্ট। গেল বছরের জুন মাসে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তিনি, শুরু করেন প্রচার-প্রচারণা। শুরুতে পিপলস পার্টি ও গ্রিন পার্টির হয়ে মনোনয়নের চেষ্টা করেছিলেন ওয়েস্ট। পরবর্তী রানিংমেট মেলিনা আবদুল্লাহর সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ইউনিয়ন থিওলজিক্যাল সেমিনারিতে অধ্যাপক হিসেবে কাজ করছেন কর্নেল ওয়েস্ট। এছাড়া ইয়েল, প্রিন্সটন ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবেও ছিলেন তিনি।

জিল স্টেইন: গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন ৭৪ বছর বয়সি নারী রাজনীতিক জিল স্টেইন। রাজনৈতিক কর্মজীবন শুরুর পূর্বে স্টেইন চিকিৎসক ও পরিবেশকর্মী ছিলেন। এর পূর্বে ২০১২ ও ২০১৬ সালেও গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনি। পরিবেশ বিষয়ক বহু ইস্যুতে কাজ করার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ইসরাইল ও ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন জিল স্টেইন। এছাড়া, জনগণকে বিনামূল্যে শিক্ষাদান ও চিকিৎসা ঋণ বাতিল করার কথা বলে প্রচার চালাচ্ছেন তিনি। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার হয়েও লাইমলাইটে এসেছিলেন তিনি।

চেজ অলিভার: যুক্তরাষ্ট্রের লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হলেন চেজ অলিভার। চলতি বছরের মে মাসে সাত দফা ভোটাভুটির পর তাকে মনোনয়ন দেয় লিবারটেরিয়ান পার্টি। মাত্র ৩৯ বছর বয়সি অলিভার রাজনৈতিক কর্মজীবন শুরু করার পূর্বে রেস্তোরাঁ খাতে কর্মরত ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের প্রার্থীরই সমালোচনা করেছেন। তিনি অভিবাসন প্রক্রিয়া সহজ করা, মাদক নির্মূল করা ও যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্লদিয়া দে লা ক্রুজ: পার্টি ফর সোস্যালিজম অ্যান্ড লিবারেশন দলের প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ক্লদিয়া দে লা ক্রুজ। নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে ডোমিনিকান অভিবাসী পিতামাতার ঘরে জন্ম নেয়া এ নারী রাজনীতিক একাধারে সমাজতন্ত্রের অনুসারী, সংগঠক, শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ। ক্লদিয়া তার নির্বাচনী প্রচারে কৃষ্ণাঙ্গ মার্কিনীদের জন্য ক্ষতিপূরণ ও মার্কিন সামরিক বাজেট ৯০ শতাংশ কমানোর কথা বলছেন। অর্থনৈতিক গণতন্ত্রের প্রচারের জন্য ১০০টি বৃহত্তম করপোরেশন জব্দ করার পক্ষে প্রচার চালিয়েছেন ক্লদিয়া।