রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে কিশোরের গুলিতে তিনজনের মৃত্যু

মঙ্গলবার, মে ১৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি সিটিতে ১৮ বছর বয়সী বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় আরো বেশ কয়েককজন আহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

স্থানীয় পুলিশের উপ-প্রধান বারিক ক্রাম সংবাদ সম্মেলনে বলেন, ‘একাধিক জরুরী কলে সাড়া দেয়া কর্মকর্তারা ‘একটি বিশৃঙ্খলাপূর্ণ দৃশ্য দেখতে পান; যেখানে এক ব্যক্তি বেপরোয়াভাবে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।’

ক্রাম বলেন, ‘চার কর্মকর্তা ওই বন্দুকধারীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে তাকে থামাতে সক্ষম হয়।’

তিনি বলেন, ‘সন্দেহভাজন এ ব্যক্তি নিহত হলেও এর আগে তার বন্দুক হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়।’

রাজ্যের রাজধানী সান্তা ফে থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দূরে অবস্থিত ফার্মিংটন শহরে এ বন্দুক হামলা ঘটনা ঘটে। শহরটিতে প্রায় ৫০ হাজার লোকের বসবাস।

ক্রাম জানান, সেখানে এ হামলায় নয়জন আহত হয়েছে। এ হামলার বিষয়ে তদন্ত চলছে।

এ হামলায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়।