সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ ও ক্যাপিটল হিল ইস্যুতে বিচার বিভাগ তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনেছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ে রুশ সংশ্লিষ্টতা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ইস্যুতে আমার বিরুদ্ধে বিচার বিভাগ মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনেছে।’

ট্রাম্পের দাবি, নির্বাচনে রাশিয়ার সহায়তা নিয়েছেন এ মর্মে সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাকে দশ লাখ ডলার ঘুষ দেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জড়িত বলেও দাবি করেন ট্রাম্প। যদিও নিজের দাবির পক্ষে কোন প্রমাণ দেখান নি তিনি।

এ দিকে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের সংশ্লিষ্টতা নিয়ে চূড়ান্ত প্রতিবেদনের খসড়া প্রস্তুত করেছে তদন্ত কমিটি। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

অপর দিকে, যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও ইহুদিবিরোধী নিক ফুয়েন্তেসের সাথে নৈশভোজ করার কারণে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন অনেক ডেমোক্র্যাট, রিপাবলিকান ও বর্ণবাদবিরোধীরা। তবে নিকের সাথে ‘অপ্রত্যাশিতভাবে’ দেখা হয়েছে বলে দাবি ট্রাম্পের।

ট্রাম্পের দাবি, সম্প্রতি পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে পপ গায়ক কানিয়ে ওয়েস্টের সাথে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যে নিক আসবেন, তা জানা ছিল না তার। নিকের সাথে এ সাক্ষাৎ একেবারেই ‘অপ্রত্যাশিত’ ছিল বলেও জানান ট্রাম্প।