মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইকে হাতের মুঠোয় রাখতে চান ট্রাম্প

শনিবার, মে ১৮, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সহযোগী মার্কিন বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার প্রস্তাব দিয়েছেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও (এফবিআই) নিজেদের নির্দেশনা মত চালানোর পরিকল্পনা করছেন তারা। এ প্রস্তাবের সাথে যুক্ত কমপক্ষে নয় জন কর্মকর্তা রয়টার্সকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এরই মধ্যে ট্রাম্পকে কয়েক ডজন ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছে। এরই মধ্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে এ বিভাগকে সংশোধন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসাথে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেসহ বিরোধীদের দমানোর জন্য এটি ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

ট্রাম্পের পরিকল্পনার সাথে জড়িতরা জানিয়েছেন, দুইভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প। এরমধ্যে একটি হল বিচার বিভাগে রক্ষণশীল লোকজনের আধিক্য রাখা, যেন তারা হোয়াইট হাউসের বিতর্কিত আদেশকে মেনে নেয়। দ্বিতীয়টি হল বিভাগকে পুনর্গঠন করা। এতে করে যেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমলাদের বদলে প্রশাসন অনুগতদের হাতে থাকে।

ট্রাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এফবিআইকে বহু রিপাবলিকানই নিজেদের বিরোধী ভাবে। এ জন্য বাহিনীটির বেশ কয়েকজন দায়িত্ববান কর্মকর্তাকে অন্য বাহিনীতে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

এ নিয়ে ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন বলেন, ‘ট্রাম্প মনে করেন যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সমস্যা রয়েছে। শুধু কর্মীদের নয়, পুরো বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে।’

তবে, ট্রাম্প সংশ্লিষ্টরা জানান, ট্রাম্পের প্রচারাভিযান দলের একজন অনুমোদিত সদস্যের কাছ থেকে সরাসরি কোন বার্তা না আসা পর্যন্ত, ভবিষ্যতের প্রেসিডেন্টের কোন পরিকল্পনাকে আনুষ্ঠানিক বলে গণ্য করা উচিত হবে না।।

এ প্রসঙ্গে জো বাইডেনের নির্বাচনী প্রচার দলের মুখপাত্র আম্মার মুসা বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের জন্য যা ভাল হবে, তার চেয়ে নিজেদের প্রতিশোধকে এগিয়ে রাখছেন।’

এ নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।