তেল আবিব, ইসরাইল: আঞ্চলিক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরাইল। এ কথা বলেছেন ইসরাইলের সেনাবাহিনীর এক জেনারেল।
ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কার মধ্যে সম্প্রতি হিব্রু ভাষার চ্যানেল ১২-কে ইসহাক ব্রিক নামে ওই জেনারেল বলেছেন, ‘ইসরাইল যদি হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে আগ বাড়িয়ে প্রাণঘাতী হামলা চালায়, তাহলে একটা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তেল আবিব কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে না।’
গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যার মধ্যে গেল ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে খুন করে ইসরাইল। পর দিন (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে খুন করে। এ দুই খুনের পর ব্যাপক আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত নিয়ে উদ্বেগ বাড়ছে। এ দুই হামলায় ইসরাইলকে দায়ী করে প্রতিশোধমূলক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান ও হিজবুল্লাহ।
এ দিকে, গেল অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সব ধরনের সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। গেল দশ মাসে ইসরাইলকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিক বলেছেন, ‘কিছু লোক ইসরাইলের সেনাবাহিনীর অবস্থা বুঝতে ব্যর্থ হয়েছে, তারা পরামর্শ দিয়েছে যে ইরান ও হিজবুল্লাহ ইসরাইলে আঘাত করার আগেই তাদের ওপর আক্রমণ করা উচিত।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে, যারা আগ বাড়িয়ে হামলার পক্ষে কথা বলছেন, তারা বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন যে, এ ধরনের পদক্ষেপ অবিলম্বে একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে।
ব্রিক আরো বলেন, ‘যদি ইসরাইল একটি আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করে, তবে এর জনগণ, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস প্ল্যাটফর্ম, পরিবহন অবকাঠামো, শিল্প অবকাঠামো এবং সেনা ঘাঁটি প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে।’
তিনি জোর দিয়ে বলেছেন যে, ‘একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তা থেকে ইসরাইলকে রক্ষা করার সক্ষমতা ইসরাইলি সেনাবাহিনীর নেই। জাতীয় অবকাঠামো রক্ষা করতে বা ইরান, হিজবুল্লাহ ও তাদের প্রক্সি গোষ্ঠীদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই।’