শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সাথে সবার আগে ইউক্রেন নিয়ে আলোচনা হওয়া উচিত

সোমবার, অক্টোবর ৩১, ২০২২

প্রিন্ট করুন

মস্কো, রাশিয়া: ইউক্রেন যেহেতু যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করছে, তাই যুক্তরাষ্ট্রের সাথে সবার আগে ইউক্রেন নিয়ে আলোচনা হওয়া উচিত। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ রোববার (৩০ অক্টোবর) এ কথা বলেছেন।

তিনি রোশিয়া-১ টেলিভিশন চ্যানেলে মস্কো.ক্রেমলিন.পুতিন প্রোগ্রামকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘এ বিষয়ে ‘অবশ্যই, ওয়াশিংটনের একটি সিদ্ধান্তমূলক ভোট রয়েছে। তা উপেক্ষা করে, কিয়েভের সাথে কিছু আলোচনা করা অসম্ভব।’

পেসকভ আরো বলেন, ‘কিয়েভের একজন প্রেসিডেন্ট রয়েছেন। ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির জেলেনস্কি ও তাত্ত্বিকভাবে তার সাথে যে কোন চুক্তিতে পৌঁছানো সম্ভব হলেও গত মার্চের অভিজ্ঞতার কথা মাথায় রেখে বলা যায়, এসব চুক্তির কোন মানে নেই। কারণ তারা বাইরের নির্দেশে সেগুলো তাৎক্ষণিকভাবে বাতিল করতে পারে। সুতরাং, অন্ততপক্ষে তাদের অনুপ্রেরণাদাতা, পৃষ্ঠপোষক ও অন্য কারো সাথে কথা বলা প্রয়োজন।’

রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি বলেন, ‘রাশিয়া তাদের দেশের স্বার্থ রক্ষা অব্যাহত রাখবে। তারা শাসনকারী কাউকে বরদাস্ত করবে না।’

তিনি বলেন, ‘আমরা সব জায়গায় সফল হতে পারি না, আমাদের কিছু ব্যর্থতা থাকতে পারে। কিন্তু আমরা কারো মুখাপেক্ষী হতে পারি না। আমাদের ক্ষেত্রে এটি অসম্ভব ও এটি একটি আমাদের অঙ্গিকার যে, আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করব।’