শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে নির্বাচন/ফিলাডেলফিয়াতে ‘ভুয়া’ বোমা হামলার হুমকি

বুধবার, নভেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে- এমন হুমকি দেয়া হয়েছিল। তবে, এই হুমকিটি ভুয়া ছিল। সংবাদ এপি, বিবিসির।

ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বলেছেন, ‘নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে। এর একটি ছিল মিথ্যা বোমা হামলার হুমকি, ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেয়া হয়েছিল।’

এফবিআই বলছে, ‘এ হুমকিগুলো সম্ভবত রুশ সূত্র থেকে এসেছে।’

বোমা হামলার হুমকি পেয়ে ফিলাডেলফিয়ার সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সেখানে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়।

দ্বিতীয় ঘটনা ছিল, একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেয়ার পর তাকে আটক করা হয়।

এর পূর্বে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমাতঙ্কের গুজবে ৩০ মিনিটের জন্য অন্তত কয়েকটি ভোট কেন্দ্র খালি ছিল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। এ পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ৬ নভেম্বর সকাল দশটা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০ ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১১৩ ইলেক্টোরাল ভোট।