ডেস্ক রিপোর্ট: পৃথিবীর প্রথম উড়ন্ত বাইক তৈরি করল জাপানের স্টার্ট আপ সংস্থা এয়ারউইনস। বাইকটির নাম ‘এক্সটুরিসমো’। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীতে বাইকটি উন্মোচন করা হয়। খবর রয়টার্সের।
জাপানি নির্মাতারা আগামী বছর যুক্তরাষ্ট্রের বাজারে বাইকটি উন্মুক্ত করার পরিকল্পনা করছে।
৪০ মিনিটের জন্য এ বাইক আকাশে উড়তে পারে। ঘণ্টায় ৬২ মাইল পর্যন্ত গতিতে যাওয়ার ক্ষমতা রয়েছে এ হোভারবাইকের। একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বাইকটি হাওয়ার মাঝে চালিয়ে সাবধানে মাটিতে অবতরণ করছেন। ভিডিওটিতে পৃথিবীর প্রথম উড়ন্ত বাইকের বৈশিষ্ট্যগুলো দেখানো হয়।
এ নিয়ে ডেট্রয়েট অটোর সহ-সভাপতি বলেন, ‘মনে হচ্ছে আমার বয়স কমে ১৫ হয়ে গেছে, আমি ‘স্টার ওয়ারস’ থেকে বেরিয়ে এসে বাইকে ঝাঁপিয়ে পড়েছি। আমি বলতে চাচ্ছি, এটি আসলেই অসাধারণ। আমার লোম খাড়া হয়ে গেছে। নিজেকে ছোট বাচ্চার মত মনে হচ্ছে।’
উড়ন্ত বাইকটির দাম ধরা হয়েছে সাত লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।