বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বিমান ক্রাশ করানোর হুমকি পাইলটের, পরে অবতরণ

রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

মিসিসিপি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ছোট বিমানের একজন পাইলট মিসিসিপির ওয়ালমার্ট শপিং সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। কিন্তু কোন রকম দুর্ঘটনা ছাড়াই বিমানটি অবতরণ করেছে। হুমকিদাতা পাইলটকে কাস্টডিতে নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

মিসিসিপির গভর্নর তেত রিভস টুইটবার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘পরিস্থিতির সমাধান হয়েছে ও কেউই আহত হয় নি।’

ঘটনায় জড়িত পাইলটের নাম বা পরিচয় জানানো হয় নি। টিপেলো শহরের ওপর ছোট বিমানটি উন্মত্তভাবে দীর্ঘ পাঁচ ঘণ্টা উড্ডয়ন করে।

এর আগে ওই পাইলট যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ৯১১ এ কল করে ওয়ালমার্ট সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। এরপর ওয়ালমার্টের দোকান ও পাশ্ববর্তী গ্যাস স্টেশন খালি করা হয়। লোকজনদের দূরে সরে যেতে সতর্ক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিচক্রাফট কিং এয়ার সি৯০এ নামে ১১ আসনের বিমানটি চুরি করা হয়। যে পাইলট বিমানটি বিধ্বস্ত (ক্রাশ) করানোর হুমকি দেন তিনি স্থানীয় বিমানবন্দরের চাকরিজীবী কিনা তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তদন্তে নেমেছে।