সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার র‍্যাপারের জামিন না মঞ্জুর

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন
শন কম্বস

ম্যানহাটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী র‍্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বস। যৌন নির্যাতন ও নারী পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ রয়টার্সের।

প্রসিকিউটরের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, তারকা খ্যাতি ব্যবহার করে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে নারীদের যৌন কাজে বাধ্য করা ও নারী পাচারসহ তিনটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে শন কম্বসের বিরুদ্ধে। তার জামিন আবেদন করা হলে ম্যানহাটন ফেডারেল কোর্টের বিচারক রবিন টারনোফস্কি তা নাকচ করে দেন।

আইনজীবী মার্ক অগ্নিফিলো শন কম্বসের পক্ষে বক্তব্য তুলে ধরেন। যৌন কার্যকলাপকে ‘সম্মতিপূর্ণ’ বলে দাবি করেন। বিচারকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মার্ক অগ্নিফিলো বলেন, ‘এভাবে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা কি সকলের আছে? না। এটা কি নারী পাচার? না। যদি না সকলে সেখানে থাকতে চায়।’

গেল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের একটি হোটেল থেকে হোমল্যান্ড সিকিউরিটি ৫৪ বছর বয়সি শন কম্বসকে গ্রেফতার করে। ভক্ত-অনুসারীদের কাছে শন কম্বস ‘ডিডি’ নামেও পরিচিত।

গেল বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে তিন বার গ্র্যামি পুরুস্কার জয়ী শনের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে দশটি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে নির্যাতনের মামলা করা হয়। অভিযোগে বলা হয়, ‘শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন।’

অভিযোগ করা হয়, তিনি মাদক ব্যবহারের মাধ্যমে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন, যা নিয়ে তোলপাড় শুরু হয় সংগীত বিশ্বে। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র‍্যাপারকে গ্রেফতার করেছে হোমল্যান্ড সিকিউরিটি।