সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে সংঘর্ঘে জড়াল দুই বিমান; প্রাণ গেল সবার

রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

লংমন্ট, কলোরাডো: পশ্চিম যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে মাঝ আকাশে ‍দুইটি ছোট বিমানের সংঘর্ষের পর আছড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। বিমান দুইটিতে থাকা তিন আরোহীর সবাই মারা গেছেন। নিহতদের নাম ও পরিচয় জানা যায় নি বলে। খবর রয়টার্সের।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে বিমান দুইটি সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে ফোন পায়। যে দুইটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস। কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছে।

কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, দুই বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। হালকা বিমানগুলো এ ধরনের বিমানবন্দর ব্যবহার করে।