শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে সিনেটর হলেন হাজীগঞ্জের মাসুদুর রহমান

সোমবার, নভেম্বর ১৪, ২০২২

প্রিন্ট করুন

কানেকটিকাট: চাঁদপুরের হাজীগঞ্জের কৃতি সন্তান আমেরিকান নাগরিক মোহাম্মদ মাসুদুর রহমান পাটওয়ারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট- চার থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

মাসুদুর রহমান হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান। নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোট দিয়েছেন।

মাসুদুর রহমান এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন। মধ্যবর্তী এ নির্বাচনে মাসুদুর রহমানের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি সংগঠনগুলো।

এ দিকে, মাসুদুর রহমান পাটওয়ারী যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ায় খুশির জোয়ার বইছে তার ইউনিয়নবাসীর মধ্যে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইউনিয়ন শ্রমিক লীগের এক সভায় ইউনিয় পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও মাসুদুর রহমানকে অভিনন্দন জানান।