শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

যুবলীগ নেতা ইয়াসির আরাফাতের উদ্যোগে ১০০ যুবক পাচ্ছে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: যুবলীগ নেতা ইয়াসির আরাফাতের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মরণে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ১০০ জন শিক্ষিত যুবকদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সফর আলী, সমাজ সেবক গোলাম কিবরিয়া, সরকারী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, যুব মহিলা লীগের নেত্রী জিন্নাত সুলতানা ঝুমা।

বক্তব্য দেন এহসানুল হক ডিউক, মীর মো. ইকবাল,শওকতুর রহমান, শোয়েবুল ইসলাম, শুভ দাশ, জালাল আহম্মদ রানা, জুবায়ের বাশার, সজীব দাশ, আলী আকবর মহিম, ইমদাদুর রহমান রিয়াদ, আতিকুর রহমান তুষার, শাহরিয়ার শুভ, আবরার শরীফ।

অনুষ্ঠানে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘যুব সমাজ দেশের সচেতন নাগরিক। তাই জাতি গঠনে তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশের প্রতিটি বিষয়ে জানা-বোঝা, অর্জন ও মতামত প্রদানের মধ্যে তারা জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে ওঠে। সততা,আদর্শ, নিষ্ঠা, দেশপ্রেমে উদ্ধুদ্ধ দক্ষ যুবরাই জাতির সেরা সম্পদ। জাতির সমৃদ্ধি, সম্মান ও আত্নত্যাগের মধ্যেই জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।’

অন্য বক্তারা বলেন, ‘যুব সমাজকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী তৈরি করতে হবে ও স্ব-স্ব পেশায় দক্ষতা বাড়ানোর জন্য দায়িত্ব গ্রহণ ও পুরস্কার প্রদানের ব্যবস্থা রাখতে হবে। এতে যুব সমাজ উৎসাহিত হবে ও একটি উন্নত জাতি আমাদের উপহার দিবে। যুবনেতা ইয়াসির আরাফাতের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ যুবকদের দক্ষ হতে সহায়ক হবে। অন্যদেরও এগিয়ে আসতে হবে এ ধরনের উদ্যোগ গ্রহণে।’