রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যৌথ বিমান মহড়া বাড়াবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২

প্রিন্ট করুন

সিউল, দক্ষিণ: দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার (৩ নভেম্বর) বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান যৌথ বিমান মহড়ার সময় বাড়াবে। খবর এএফপির।

উত্তর কোরিয়ার ‘সাম্প্রতিক উস্কানিমূলক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক শত যুদ্ধবিমানের অংশগ্রহণে সিউল ও ওয়াশিংটন তাদের এযাবতকালের সবচেয়ে এ যৌথ বিমান মহড়া শুরু করে।

উত্তর কোরিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘যৌথ বিমান বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের এ বিমান মহড়ার সময় বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে গত ৩১ অক্টোবর থেকে তারা এ মহড়া চালানো শুরু করে।’