শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

রন্ধনশিল্পী খলিলুর রহমান পেলেন বৃটিশ কারী অ্যাওয়ার্ড

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: রন্ধনশিল্পীদের কাছে অস্কারখ্যাত বৃটিশ কারী অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্কের বিশিষ্ট শেফ, কমিউনিটির প্রখ্যাত ব্যবসায়ী, খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান। অ্যাওয়ার্ডটির ১৮তম বর্ষে এ প্রথম যুক্তরাজ্যের বাইরের কেউ এটি পেলেন। 

দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথি, অনেক এমপি, বিবিসিসহ অসংখ্য মুলধারার সাংবাদিকের উপস্থিতিতে খলিলুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বৃটিশ কারী অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা মরহুম এনাম আলীর ছেলে ও প্রতিষ্ঠানের ডিরেক্টর জেফরি আলী। 

ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে বৃটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাক রেকর্ডেড বক্তব্য পাঠান, যা অতিথিদের শোনানো হয়। 

অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিমসহ অনেক বৃটিশ সেলিব্রেটি উপস্থিত ছিলেন। ‘দ্য এভালুশন লন্ডনে’ বৃটিশ কারী ইন্ড্রাস্ট্রির ইতিহাসে সবচেয়ে জমকালো এ আয়োজন সম্পন্ন হয় গত ২৮ নভেম্বর।