মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

শিরোনাম

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট বিতর্ক এড়িয়ে যাবেন ট্রাম্প

সোমবার, আগস্ট ২১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট বিতর্ক এড়িয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২০ আগস্ট) তিনি বলেছেন, ‘মার্কিনীরা তাকে ভালভাবেই চেনে। হোয়াইট হাউস প্রতিদ্বন্দ্বীর সাথে পাবলিক শোডাউনের কোন প্রয়োজন নেই।’

তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সফল ও আমেরিকান জনগণের মধ্যে তার বিপুল জনপ্রিয়তার কথা তুলে ধরে বলেন, ‘জনগণ জানে আমি কে ও প্রেসিডেন্ট হিসেবে আমি কতটা সফল।’

তিনি এ ক্ষেত্রে জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, সামরিক ও অর্থনীতির ক্ষেত্রে তার সফলতার কথা তুলে ধরে বলেন, ‘এ কারণে আমাকে বিতর্ক করতে হবে না।’

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ের প্রথম বিতর্ক বুধবার (২৩ আগস্ট) উইসকনসিনের মিলওয়াকিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।