শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

রিলিজ হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎকণ্ঠা’

রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: রিলিজ হয়েছে আ-কার ই-কার চলচ্চিত্র প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎকণ্ঠা’। রোববার (২৪ সেপ্টেম্বর) আ-কার ই-কার চলচ্চিত্রের ইউটিউব চ্যানেলে এটি রিলিজ করা হয়েছে।

সায়েম উদ্দীনের গল্প ও আশরাফুল করিম সৌরভের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রধারণ করেন সৌরভ পাল। অভিনয় করেছেন নাসরীন হীরা, সায়েম উদ্দীন, সাদিয়া করিম ও ইয়াসিন নুর ইসলাম ওহি।

ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্যে দেখা যায়, উৎসাহ ও উদ্দীপনাসহ কনটেন্টের নানারকম প্রশংসা। ‘নিদারুণ অভিনয়ে মুগ্ধ আমি, বিষয়বস্তুও চমৎকার’ পার্থ সারথি দে নামের একজন এই মন্তব্য করেন।

অভিনেত্রী নাসরীন হীরা বলেন, ‘এই ধরনের কনটেন্ট আমাদের জীবনমুখী। আমি জীবনমুখী কনটন্টে কাজ করতে সাচ্ছন্দ্য অনুভব করি।’

আশরাফুল করিম সৌরভ বলেন, ‘এর আগে আমরা ‘উপলব্ধি’, ‘বৃক্ষের গল্প’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য আপলোড করেছি। রোববার (২৪ সেপ্টেম্বর) আপলোড করলাম ‘উৎকন্ঠা’। আশা করি, দর্শক উপভোগ করছেন।’

সায়েম উদ্দীন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করে ভাল ভাল কন্টেন্টে কাজ করার স্পৃহা বেড়ে গেল। দর্শক ভালভাবে নিলেই এই স্পৃহা স্বার্থকতা পাবে।’