শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

রোববার নিউইয়র্কের কুইন্সে ন্যান্সির লাইভ কনসার্ট

মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: গান করার উদ্দেশ্যে প্রথম বারের মত যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামীসহ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। বেশ কিছু দিন এখানে অবস্থান করে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গানের অনুষ্ঠানে অংশ নেবেন এই সঙ্গীতশিল্পী।

ন্যান্সির যুক্তরাষ্ট্রে আসা ও কনসার্ট উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহাল রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনক। পরে, একই স্থানে একই বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করেছে শোটাইম মিউজিক।

বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, গ্লোবাল বিজনেস কমিউনিকেশনস নেটওয়ার্ক ইনকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক, প্রোগ্রাম গ্র্যান্ড স্পন্সর রিয়েলটর নিক রাওয়ান। অন্য দিকে, শোটাইম মিউজিকের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সিইও আলমগীর খান আলম।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির বাবলু বলেন, ‘সঙ্গীতশিল্পী ন্যান্সি বেশ কিছু দিন যুক্তরাষ্ট্রে থাকবেন ও বিভিন্ন রাজ্যে কনসার্ট করবেন। এরই ধারাবাহিকতায় শোটাইম মিউজিকের উদ্যোগে আলমগীর খান আলমের তত্বাবধানে আগামী ৮ অক্টোবর (রোববার) নিউইয়র্কের কুইন্সের ওয়েক্সফোর্ড টেরাস্থ দ্যা ম্যারি লুইস একাডেমিতে ন্যান্সির প্রথম লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হবে।’

 

ন্যান্সি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এটা আমার প্রথম সফর। কনসার্ট উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি, কনসার্ট সবার ভাল লাগবে। কনসার্টে আমি আমার জনপ্রিয় সব ধরনের গান করব।’

গান সম্পর্কিত সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ন্যান্সি বলেন, ‘পুরো টিম না আসায় রিলিজ না হওয়া গানগুলো কনসার্টে গাইব না।’

রাজনীতি সংক্রান্ত সাংবাদিকের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি বিষয়ে আপাতত কিছু বলতে চাই না। আমার রাজনৈতিক কথায় অনেকে আহত হয়। আমার রাজনৈতিক পরিচয় আছে। তবে, আপাতত গান নিয়ে থাকতে চাই, সঙ্গীতশিল্পী হয়ে থাকতে চাই।’

আয়োজকরা জানান, নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড, আটলান্টা, ফ্লোরিডা, বোস্টনে ন্যান্সির লাইভ কনসার্ট হবে।

এছাড়া, জাহাঙ্গীর কবির বাবলু আরো জানান, আগামী ১১ অক্টোবর ম্যারিল্যান্ডে ন্যান্সির আরেকটি লাইভ কনসার্ট হওয়ার কথা রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।