শিকাগো, যুক্তরাষ্ট্র: আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডন্টে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চলতি মাসের শুরুতে ভার্চুয়াল রোল কল ভোটে দলের নেতাদের প্রাথমিক সমর্থন পাওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন হ্যারিস।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে হ্যারিসের প্রার্থিতা নিশ্চিত করে তার দল। হ্যারিসের নিজ রাজ্য ক্যালিফর্নিয়া থেকেই তার পক্ষে ৪৮২ ভোট পেয়েছেন।
গেল ৬ আগস্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি। পাঁচ দিনের অনলাইন ব্যালট প্রক্রিয়া শেষে হ্যারিসকে মনোনীত ঘোষণা করে কমিটি।
যুক্তরাষ্ট্রের শিকাগোর ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের (১৯-২২ আগস্ট) দ্বিতীয় দিনের (মঙ্গলবার) অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সসহ বেশ কয়েকজন বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা।
এ দিকে, সম্মেলনস্থলের ভেতরে ডেমোক্র্যাটদের উৎসবমুখর অনুষ্ঠান অব্যাহত থাকলেও শিকাগোর রাস্তায় ইস্রায়েল-ফিলিস্তিন সংঘাতের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে।
এ দিন, রাতে শিকাগোর কেন্দ্রস্থলে ইসরায়েলের কনস্যুলেটের সামনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর পূর্বে, সোমবার (১৯ আগস্ট) প্রায় ঘণ্টাব্যাপী মূল বক্তব্য দেয়ার মাধ্যমে সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন ও হোয়াইট হাউসের জন্য হ্যারিসকে সমর্থন করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।