মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শিরোনাম

লস এঞ্জেলেসে কাজী মশহুরুল হুদার ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন

রবিবার, জুন ১৬, ২০২৪

প্রিন্ট করুন

লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলনে প্রথম শিশুতোষ মূকাভিনয়ের ওপর প্রকাশিত বই ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

শনিবার (৮ জুন) চার্চ অব সায়েন্টোলজির লেবানন হলে কবিতা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অব লস এঞ্জেলেস সামিয়া আঞ্জুম।

‘মূকাভিনয়ের আদর্শলিপি’ বইটি লিখেছেন কাজী মশহুরুল হুদা। এটি প্রথম মূক ভাষায় শিশুতোষ মূকাভিনয়ের হাতে খড়ি।

বইটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শিশুদের উপযোগী করে তোলা হয়েছে; যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন লেখক কাজী মশহুরুল হুদা।

তিনি আরো বলেন, ‘এটি শিশুদের উপযোগী করে লেখা। এরপর প্রকাশিত হবে ‘কিশোরদের মূকাভিনয় শিক্ষা’। তারপর ধাপে ধাপে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মূকাভিনয়ের বই প্রকাশের কাজ চলছে। আর এ কাজে সহযোগিতা করে যাচ্ছে ‘বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র’।