শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

লাসভেগাসের ঘটনা/জামিন না দেয়ায় বিচারককে মারধর

বৃহস্পতিবার, জানুয়ারী ৪, ২০২৪

প্রিন্ট করুন

লাসভেগাস, যুক্তরাষ্ট্র: জামিন না দেয়ায় এজলাসে ঢুকে বিচারককেই মারধর করেছেন আসামি। এতে আহত হয়েছেন ওই বিচারক। এছাড়া, সেখানে থাকা অন্য এক কর্মকর্তাও আহত হয়েছেন, যাকে হাসপাতালে নিতে হয়েছে। এ দিকে, এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এ ঘটনা ঘটেছে। খবর গার্ডিয়ান, এনবিসি, নিউইয়র্ক পোস্টের।

এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে দিউব্রা রেডেন নামে ৩০ বছর বয়সী ওই আসামিকে আদালতে তোলা হয়েছিল। এ সময় আদালতের নারী বিচারক জানান, রেডেনের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের অভিযোগ থাকায় তাকে আর জামিন দেয়া হবে না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামিন দেয়া হবে না বলার পরপরই আসামি লাফ দিয়ে এজলাসে ঢুকে ওই বিচারককে মারধর করতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত অন্যরা রেডেনকে থামানোর জন্য এগিয়ে আসেন। কিন্তু, তারপরও সে বিচারককে মারধর করতে থাকে।

এ ঘটনার পর দিউব্রা রেডেনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ‘সুরক্ষিত ব্যক্তিদের ওপর হামলাসহ অপরাধমূলক নানা অভিযোগ আনা হয়েছে।