সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

লেবানিজ নাচের চমক আমেরিকা’স গট ট্যালেন্ট শোতে

শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

লাস ভেগাস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ প্রতিযোগিতায় চমক দেখাল লেবাননের একটি নাচের দল। আমেরিকা’স গট ট্যালেন্ট সিজন ১৭-তে শীর্ষ পুরষ্কার জিতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির বিকল্পধারার নাচের দল ‘মাইয়াস’। খবর আল জাজিরার।

প্রথম আরব দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শোতে দর্শকদের ভোটে আরো দশটি দলকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে লেবানিজ নাচের দলটি। বিজয়ী হিসেবে নারী নৃত্যশিল্পীদের দল ‘মাইয়াস’ পুরষ্কার হিসেবে পাবে দশ লাখ ডলার।

আমেরিকা’স গট ট্যালেন্ট সিজন ১৭ এর ফাইনাল অনুষ্ঠিত হয় বুধবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন সাইমন কাওয়েল, সোফিয়া ভারগারা, হেইডি ক্লাম ও হোবি ম্যান্ডেল।

এ দিন দুই ঘণ্টার অনুষ্ঠানে অ্যারাবিয়ান নাচের তাল-মুদ্রায় দর্শকদের কয়েক মুহূর্তের জন্য মন্ত্রমুগ্ধ করে রাখে লেবানিজ নাচের দলটি। নাচ শেষে দর্শকদের মুহূর্মুহু তালি আর বিচারকদের অকৃত্তিম প্রশংসা কুড়ান শিল্পীরা। ছিনিয়ে নেন চূড়ান্ত বিজয়ীর খেতাব ও দশ লাখ ডলারের পুরষ্কার।