রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

লেবানিজ বংশোদ্ভূদ ব্যবসায়ীকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে টিফানি

সোমবার, নভেম্বর ১৪, ২০২২

প্রিন্ট করুন

ফ্লোরিডা: বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। তার স্বামীর নাম মাইকেল বুলোস। শনিবার (১২ নভেম্বর) ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো ক্লাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

টিফানির চেয়ে চার বছরের ছোট মাইকেল। টিফানির বয়স ২৯ বছর, আর মাইকেলের বয়স ২৫ বছর। ২০১৮ সালে তাদের প্রথম দেখা হয়। তখন মাইকেল লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। টিফানি তখন অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন। সে সময়ই তাদের সম্পর্কের সূত্রপাত।

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ইনস্টাগ্রামে দীর্ঘ দিনের প্রেমিক মাইকেলের সাথে বাগদান সেরেছিলেন টিফানি। ফ্লোরিডায় বিয়ের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, ব্যারন ট্রাম্প উপস্থিত ছিলেন।

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। তাদের বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লাও উপস্থিত ছিলেন।

টিফানির স্বামী মাইকেল বুলোস লেবানিজ বংশোদ্ভূদ আমেরিকান ব্যবসায়ী। তিনি নাইজেরিয়ায় বেড়ে উঠেছেন। বিভিন্ন গণ মাধ্যমের খবর অনুযায়ী, মাইকেলের পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক।

টিফানি এমন এক সময়ে বিয়ে করলেন, যখন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকনরা যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেন নি।